সারাদেশ

রংপুরে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ পালন

  রংপুর প্রতিনিধিঃ 5 February 2021 , 6:09:09 প্রিন্ট সংস্করণ

‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ স্লোগানকে সামনে রেখে, জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো নগরীর মূল মূল সড়কে বর্ণাঢ্য র‌্যালী, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও গত বছরের সেরা তিনটি গ্রন্থাগারের স্বত্বাধিকারীকে সম্মাননা প্রদান।
শুক্রবার ( ৫ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়। বর্ণাঢ্য র‌্যালী শেষে রংপুর প্রেসক্লাব রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাফিয়া খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর কেন্দ্রীয় পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মহি, বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি দুলাল মিয়া, দর্শনা পাঠাগারের সভাপতি খলিল বাবু, চাঁদের আলো পাঠাগারের সভাপতি কেয়া, জ্ঞানদ্বিপ পাঠাগারের সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ, মিতালী গণগ্রন্থাগারের সভাপতি আশরাফ খান কিরন।
আলোচনা শেষে তিনটি পাঠাগারকে বর্ষসেরা হিসেবে সম্মাননা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যানসহ অতিথি বৃন্দ। উক্ত অনুষ্ঠানে রংপুর জেলার ৫০টি নিবন্ধিত গ্রন্থাগারের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।