সারাদেশ

রংপুরে বৃদ্ধ নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ-ওসি জাফর আলীকে প্রত্যাহার

  বঙ্গ ডেস্কঃ 10 August 2020 , 12:30:36 প্রিন্ট সংস্করণ

রংপুরে বৃদ্ধ নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ-ওসি জাফর আলীকে প্রত্যাহার

রংপুরের মিঠাপুকুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগে তছলিম উদ্দিন (৫০) নামে এক নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । এদিকে দায়িত্ব অবহেলার কারণে রবিবার মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সুত্রে খবর পাওয়া গেছে। নৈশ্য প্রহরী তছলিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

উপজেলার শঠিবাড়ীতে শনিবার ভোরররাতে গণপিটিুনির এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তছলিম উদ্দিনের ছেলে ইয়াসিন আলী ১০ জনসহ অজ্ঞাতনামা আরো ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তছলিম উদ্দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

এদিকে নৈশপ্রহরী পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুইপাশে শতশত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, উপজেলার শঠিবাড়ীহাটে মুদিবাজারে নৈশ প্রহরী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেন তছলিম উদ্দিন। শনিবার ভোররাতে তার দায়িত্বপালন এলাকায় সাহেব আলী নামে একজনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা রমজান আলী (১৮) নামে এক চোরকে আটক করেন। তিনি পাশের পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। উপস্থিত লোকজনকে রমজান মিথ্যা অপবাদ দিয়ে জানায়, নৈশ প্রহরী তছলিমও ওই চুরির সাথে জড়িত। স্থানীয় জনতা ওই দুইজনকে গণপিটুনি দেয়। এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ওসি জাফর আলী বিশ্বাস পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এটি প্রত্যাহার কিনা তা আমার জানা নেই।তিনি আরো বলেন, গালামাল দোকান চুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গণপিটুনির মামলার তদন্ত শুরু করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে বলেও জানান তিনি।

তবে একটি বিশ্বস্থ সূত্র জানায়, কর্তব্যে অবহেলার কারণে ওসি জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content