সারাদেশ

রংপুরে রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  সিরাজুল ইসলাম বিজয়, বঙ্গ ডেস্ক 22 August 2020 , 9:32:12 প্রিন্ট সংস্করণ

রংপুরে রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে সাজু মিয়া (৪৮) নামে এক রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রংপুর কোতয়ালি থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মর্গে পাঠানো হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) সকালে নগরীর নীলকন্ঠ এলাকার মাস্টারপাড়ার নিজ বাড়ির ভেতরে কাঁঠাল গাছ থেকে ওই রিক্সাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি রিক্সা চালক সাজু মিয়া এক খণ্ড জমি বিক্রি করেন।

জমি বিক্রির ওই টাকা স্ত্রী আরজিনা বেগম (৪২) নিজের নামে ব্যাংকে জমা রাখেন এবং তিনি স্বামী-সন্তানকে নমিনী না করে নিজ ভাইকে নমিনি করেন। এনিয়ে ক’দিন থেকে তাদের মধ্যে বিরোধ চলছিলো। ধারণা করা হচ্ছে এরই জেরে সাজু মিয়াকে খুন করা হয়েছে।
এবিষয়ে কোতয়ালী থানার এসআই কামাল হোসেন বলেন, এ ঘটনায় আপাততঃ একটি ইউডি মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত শেষে বোঝা যাবে। তবে ঘটনার পর থেকে সাজুর স্ত্রীকে পাওয়া যাচ্ছেনা।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।