স্টাফ রিপোর্টার, রংপুর 24 August 2020 , 8:00:12 প্রিন্ট সংস্করণ
রংপুর ও গাইবান্ধায় পৃথক দু’টি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দল এর ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
জানা গেছে, র্যাব-১৩ এর একটি বিশেষ দল এর আগে গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যের ওপর ভিত্তি করে গতকাল রবিবার (২৩ আগস্ট) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার কিশোরগাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দল এর সক্রিয় সদস্য মো. আব্দুর রউফকে (৩৭) গ্রেফতার করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় অভিযান চলিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দল এর সক্রিয় সদস্য মো. শরীফুল ইসলামকে (৩০) গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১৩, মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, গ্রেফতার জঙ্গি মো. আব্দুর রউফ পেশায় চাকুরীজীবী ও এইচএসসি পাশ। অপরজন মো. শরীফুল ইসলাম পেশায় সিএনজি চালক ও এসএসসি পরীক্ষায় অকৃতকার্য।
তারা আল্লাহর দল এর নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
আটককৃত জঙ্গিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।