শিপুল ইসলাম শিকর 22 September 2020 , 9:32:37 প্রিন্ট সংস্করণ
রংপুর র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ি এলাকার নাদের হোসেনের ছেলে সাইদুল ইসলাম বানিয়া ওরফে শহিদুল ইসলাম (৩৬) ও কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকার রজব আলীর ছেলে মোসাদ্দেকুর রহমান ওরফে রাজ (৩০)।
সোমবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কামারদাহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার র্যাব-১৩ মিডিয়া কর্মকর্তা সিদ্দিক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিতলা বাজারে ইসলাম হোটেলের রংপুর-ঢাকা মহাসড়কের উপরে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে র্যাবের সদস্যরা। এ সময় কাভার্ড ভ্যানের পিছনের ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪২ কেজি ৬’শ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে নাটোরে সরবরাহের কথা ছিল। তারা দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানে মালামাল বহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়ার কথা স্বীকার করে।