সারাদেশ

রসিক মেয়রের প্লাবিত এলাকায় খাবার বিতরণ

  রংপুর প্রতিনিধিঃ 1 October 2020 , 4:56:23 প্রিন্ট সংস্করণ

রসিক মেয়রের প্লাবিত এলাকায় খাবার বিতরণ

চলতি কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রংপুরের পুরো শহরের রাস্তাঘাট পানিতে ভরে গেছে। পরবর্তীতে অনেক স্থানের পানি নামলেও কিছু স্থানে এখনো ভরপুর রয়েছে।

সেসব পানি ভরপুর এলাকায় মানুষজন ঠিকমতো ক্ষেতে কিংবা ঘুমোতে পারছেন না। রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তার প্রচেষ্টায় কদিনে রাতের মধ্যে মহানগরীর ৩৩ টি ওয়ার্ডে খাদ্যের যোগান দিচ্ছেন।

রাতে পানি বন্দি এলাকায় তৈরি করা খাবার সেচ্ছাসেবক দিচ্ছেন মানুষের বাড়িতে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে রংপুর
নগরীর ২৮ নং ওয়ার্ডের লালবাগ রেলবস্তি ও লালবাগ বটতলা রেলবস্তিতে থাকা কয়েকশ’ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে মেয়র কতৃক নিযুক্ত
সেচ্ছাসেবী ২৮ নং ওয়ার্ড জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু বলেন, আমরা গত
কাল রাতে এরশাদ নগর বস্তি ও চকবাজার বস্তিতে রান্না করা খাবার বিতরণ করেছি, আজ লালবাগ রেলবস্তি ও লালবাগ
বটতলা রেলবস্তিতে বিতরণ করছি। আপনাদের মধ্যে যাদের বাসায় রান্নার সমস্যা তাদের কথা চিন্তা করে মেয়র মহাদয়
কিছু সেচ্ছাসেবীর মাধ্যমে রান্না করে প্রতিটি
ওয়ার্ডের যেখানে এখনও পানি নামেনি সেসব এলাকায় বিতরণ করছেন।

এ সময় অন্যান্যদের মাঝে সেচ্ছাসেবী
হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন ২৮ নং জাতীয় পাটির সাংঘঠনিক সম্পাদক ও আগামীদিনের কাউন্সিলর পদপ্রার্থী নুর ইসলাম, জাতীয় পাটির নেতা সাজুসহ প্রমূখ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।