সারাদেশ

রাত পোহালেই পলাশবাড়ী পৌরসভার ভোট

  বঙ্গ ডেস্ক: 9 December 2020 , 10:42:25 প্রিন্ট সংস্করণ

রাত পোহালেই পলাশবাড়ী পৌরসভার  ভোট

রাত পোহালেই পলাশবাড়ী পৌরসভার ভোট। ইতোমধ্যে ভোটগ্রহণের ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি, প্রিজাইিডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং, আনসার, ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে কেন্দ্রে পৌঁছেছেন।উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর বুধবার দুপুর থেকে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৮৮ জন প্রার্থী।

সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোট কেন্দ্রের বিপরীতে ১৬ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১’শ ৮৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

পলাশবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। এদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ১৬ হাজার ২৬৮ জন।

এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নির্বাচনে ৯৬ জন পুলিশ সদস্য, এক প্লাটুন বিজিপি, এক প্লাটুন র‌্যাব ও ২২৪ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ-বহিষ্কৃত-বিদ্রোহী) নারিকেল গাছ, হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) জগ মার্কা ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র) কম্পিউটার মার্কা।#

আরও খবর

Sponsered content