সুজন মাহমুদ, চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 9 September 2020 , 9:11:09 প্রিন্ট সংস্করণ
রৌমারী উপজেলায় ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিজিবি’র সদস্যরা।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রৌমারী-চিলমারী নৌ-রুটের ফুলুয়ারচর নৌ-ঘাট এলাকায় এনএসআই ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এনএসআই রৌমারী সার্কেলের সহকারী পরিচালক (এডি) মহসিনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, চিলমারী উপজেলার কিশামত বানু নালারপাড় গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফরিদুল ইসলাম(৫৫) ও একই উপজেলার থানাপাড়া এলাকার চাঁদ মিয়ার ছেলে ফারুখ মিয়া(৪৫)।
এনএসআইয়ের এডি মহসিনুজ্জামান আরও জানান, আটক ব্যক্তিদের বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে। তারা আটককৃতদের থানায় সোপর্দ করবেন।