সারাদেশ

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  বঙ্গ ডেস্ক 12 August 2020 , 10:40:00 প্রিন্ট সংস্করণ

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা সীমান্তে বিএসএফ’র গুলিতে আখিরুল ইসলাম (২২) নামে বাংলাদেশি এক যুকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে সীমান্তের ১০৫২-১০৫৩ সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক এ তথ্য জানিয়েছেন।আখিরুল ইসলাম চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানান চেয়ারম্যান।

ওই সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের জামালপুর হেড কোয়ার্টার সূত্র এমন খবর পাওয়ার কথা জানালেও বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এবং মধ্যরাত দেড়টার দিকে চরইটালুকান্দা সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রথম দফায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও পরের দফায় আখিরুল ইসলাম নামে চরইটালুকান্দা গ্রামের এক যুবকের নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে ওই যুবকের বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত আইনগত ঝামেলা এড়াতে তারা মরদেহ নিয়ে গা ঢাকা দিয়েছে।

সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পথে গরু পারাপারের সময় গুলি ছোড়ে বিএসএফ। এতে আখিরুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তার সঙ্গীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ব্যাটালিয়ন হেড কোয়ার্টার জানায়, বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি’র টহল দল পাঠানো হয়েছে। কিন্তু সীমান্ত এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের সমস্যা থাকায় খবরটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।