শুভ আহমেদ , বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 19 September 2020 , 8:22:09 প্রিন্ট সংস্করণ
মুজিব জন্মশতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান রচনা করেন।অনলাইন গানের অনুষ্ঠানে তিনি সরাসরি বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হন।গানের সুরকথা ছিল ‘গানে-প্রাণে বঙ্গবন্ধু ‘।
অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে।বিশেষ অতিথি হিসেবে অনলাইন অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, দিনাজপুর জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মাহামুদুল আলম,বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফসার আলী।
উক্ত অনলাইন গানের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী অফিসার জনাবা ছন্দা পাল।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাইনুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুব্রত কুমার অধিকারী।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য নিরলসভাবে কাজ করেন বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সুযোগ্য সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আজাদ।অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির অন্যান্য সদস্যবৃন্দ সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করেন বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি।