বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান। লালমনিরহাট প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, ক্যাপ্টেন ( অবঃ) আজিজুল হক বীর প্রতিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা প্রাণী সম্পাদ দপ্তরের ট্রেণিং অফিসার ডাঃ মামুন আর রশিদ, সদর উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন, জেলা পোল্ট্রি এ্যাশোসিয়েশনের সভাপতি শেখ মঞ্জুর আলম, ডেইরি এ্যাশোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। পরে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।