লালমনিরহাটে বোরো ধান ও চাল সংগ্রহ’২২ শুরু হয়েছে। বুধবার (১৮মে) সকালে শহরের কালীবাড়ি এলাকার সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কা্র্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খান ও পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। সভাপতিত্ব করেন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।এ সময় জেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিল।