লালমনিরহাটে হঠাৎ বেড়েছে চুরির ঘটনা একই দিনে ৩টি মোটরসাইকেল চুরি
এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
সময় :
Tuesday, April 5, 2022
253 ভিউ
লালমনিরহাটের সদর উপজেলায় হঠাৎ বেড়েছে চুরির ঘটনা। একই দিনে পৃথক এলাকা থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (৪এপ্রিল) দুপুরে শহরের ব্রাক অফিসের সামন থেকে নিমিষেই একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। একইদিন সন্ধায় সদর উপজেলার বুড়িরবাজার এলাকা থেকে একটি বাজাজ মোটরসাইকেল চুরি হয়। ওই এলাকার পাশর্^বর্তী বড়বাড়ী এলাকা থেকেও একটি মোটর সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।মোটরসাইকেল চুরির ঘটনায় সদর থানায় পৃথক পৃথক দুইটি সাধারন ডায়েরী ও একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এদিকে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শহরে চুরির উপদ্রপ বেড়েছে। সাধারন মানুষের গৃহপালিত গরু,ছাগল চুরির ঘটনা নিত্যদিনের। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। একইদিনে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন সাধারন মানুষ। ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি ব্রাক এনজিওতে চাকুরি করি। প্রতিদিনের মতো অফিসের সামনে মোটরসাইকেল রেখেছি। দশ মিনিটের মাথায় অফিসের সামন থেকে মোটরসাইকেল চুরি হয়ে গেলো। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরী করলেও এখনও কোনো ফলাফল আসেনি। ভুক্তভোগী আবু তালেব মন্ডল বলেন,আমি আমার দোকানের সামনে মোটরেসাইকেল রেখে নামাজে যাই। নামাজ পড়ে এসে দেখি মোটরসাইকেল নেই। রাস্তার দিকে তাকিয়ে দেখি মোটরসাইকেলটি কে বা কাহারা নিয়ে পালিয়ে যাচ্ছে। ধাওয়া করেও ধরতে পারিনি চোরকে। এ ঘটনায় সদর থানায় এজাহার দিয়েছি। তবে এখনো কোনো ফলাফল পাইনি।লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ূন কবীর বলেন,শহরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। একই দিনে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যাবসায়ীসহ সাধারন মানুষ। সদর থানার ওসি শাহ আলম বলেন, সদর উপজেলায় হঠাৎ বেড়েছে চুরির ঘটনা। একইদিনে তিনটি মোটরসাইকেল হারানো দুঃখজনক। চুরির ঘটনায় দুইটি সাধারন ডায়েরি ও একটি অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধারে চেষ্ঠা অব্যহত রয়েছে।