সারাদেশ

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রাথী বহিস্কার

  এস. কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি: 31 January 2021 , 10:15:11 প্রিন্ট সংস্করণ

আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। রোববার (৩১জানুয়ারি) সকালে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মনোনায়ন বোর্ড পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেনকে নৌকা প্রতীকে মেয়র পদে মনোনায়ন দিয়েছেন। কেন্দ্রীয় নির্দেশকে অমান্য করে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। তাই জেলা যুবলীগ গত শনিবার রাতে কেন্দ্রের নির্দেশনায় জেলা যুবলীগ জরুরি সভা করে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে জেলা যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার ঘোষণা করে চিঠি পাঠায়। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে দল থেকে চুড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না? তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাকে চুড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।