সারাদেশ

শিক্ষার্থীকে অন্তঃস্বত্তা দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 23 September 2020 , 5:00:09 প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীকে অন্তঃস্বত্তা দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

অষ্টম শ্রেণির ছাত্রীকে ৩মাসের অন্তঃস্বত্তা দেখিয়ে অর্থ হাতিয়ে
নিয়েছেন একটি প্রতারক চক্র। এ ব্যপারে ভুক্তভোগী শিক্ষার্থী
বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের
করেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়া
কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যপক
তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ওই ইউনিয়নের কুতুবপুর সরদারপাড়া গ্রামের আনিছুল
হকের ছেলে আক্তারুল হক (২৪) সম্প্রতিকালে পার্শ্ববতী মিঠাপুকুর
উপজেলার খোড়াগাছ পশ্চিমপাড়ার দিনমজুর আব্দুল মালেকের অষ্টম
শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রেমের ফাদে ফেলে বিয়ের প্রলোভন
দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা
করেন। অভিভাবকদের মাঝে বিষয়টি জানাজানি হলে আকতারুলের
বাবা গত শুক্রবার তাড়াহুড়ো করে ছেলের অন্য জায়গায় বিয়ের
আয়োজন করেন। এই সুযোগে মেয়ের প্রতিবেশী আব্দুর রউফের
ছেলে প্রতারক আব্দুল মান্নান কসাই বিয়ের তিনদিন পুর্বে
ছেলের বাবাকে তার ছেলের অপকৃর্তির কথা স্মরন করে দিয়ে
মেয়েটিকে ৩মাসের ভুয়া অন্তঃস্বত্তা দেখিয়ে ছেলে পক্ষের কাছে
মোটা অংকের টাকা দাবী করেন। এমনকি আকতারুলের বিয়ে
ভেঙ্গে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ৪০হাজার টাকা
হাতিয়ে নেন। পরে অসহায় ওই শিক্ষার্থী সমাজের লোক লজ্জায় পিষ্ট
হয়ে মঙ্গলবার বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত প্রেমিক আকতারুলের সাথে যোগাযোগের চেষ্টা
করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবার কাছ থেকে টাকা পয়সা
হাতিয়ে নেওয়া প্রতারক আব্দুল মান্নান কসাই বলেন, আমার নামে
থানায় মামলা মোকদ্দমা করে কোন লাভ হবেনা। কারণ থানা পুলিশ
আমার পকেটে থাকে। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শনকারী
বদরগঞ্জ থানার এসআই মাহবুবুল আলম বলেন, এখনো তদন্ত চলছে।
তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।