কুড়িগ্রাম প্রতিনিধিঃ 21 August 2020 , 10:23:35 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে শ্বশুর বাড়ীতে বেড়াতে এসে মানিক চন্দ্র বিশ্বাস
নামে ষাট বছরের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার
ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী রাঙ্গাতিপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার
করা হয়। নিহত ব্যক্তির বাড়ী রংপুরের কোতোয়ালী থানার লিচু বাগান দহিগজ্ঞ
গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে শ্বশুর বাড়ী উলিপুরের
রাঙ্গাতিপাড়া গ্রামে স্ত্রী দীপালী রাণী ও মেয়ে ফাল্গুনী বিশ্বাসসহ বেড়াতে
আসেন। আসার পর বাইরে বেড়াতে বের হলে আর শ্বশুরবাড়ীতে ফেরেননি। শুক্রবার সকালে
স্থানীয় লোকজন শ্বশুর বাড়ীর অদূরে বাঁশ ঝাড়ের কাছে পুকুরে তার মরদেহ ভাসতে
দেখে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবী মানিক মাঝে মাঝে
মানসিক ভারসাম্যহীন হয়ে পরতো।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ হলে ব্যবস্থা
নেয়া হবে।