সারাদেশ

চৌকোশ সাংবাদিক খলিল- রহমতের প্রতিবেদনের কল্যাণে পানিবন্দি হতে নিরসন তারাগঞ্জের মডেলপাড়াবাসী

  খলিলুর রহমান/ রহমত মন্ডল 27 September 2020 , 10:43:45 প্রিন্ট সংস্করণ

চৌকোশ সাংবাদিক খলিল- রহমতের প্রতিবেদনের কল্যাণে পানিবন্দি হতে নিরসন তারাগঞ্জের মডেলপাড়াবাসী

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে গত কয়েক দিনের ভারী বর্ষণে মডেল পাড়া পানিবন্দি হয়ে পড়েন হাজারো মানুষ ।

সেই পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্টের পথ রোধ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে  করে ভোগান্তিতে পড়তে হয়  ওই গ্রামের মানুষকে।

বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রতিবেদন করেন সাংবাদিক খলিল – রহমত। অনেকেই সেই দুর্দশার খবর সামাজিক যোগাযোগ মাধমে সেয়ার করেন।

ওই খবরটি সাংসদ ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নজরে আসে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও আমিনুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও সাংবাদিকগণের উপস্থিতিতে গ্রামবাসীর সহযোগিতায় পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সাংবাদিকগণের তৎপরতায় পানিবন্দির হাত থেকে রেহাই পাওয়া গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় , বাচ্চু মিয়া কালভার্টের পূর্ব দিকের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় দীর্ঘদিন থেকে আমরা পানিবন্দি হয়ে পড়েছিলাম।

ইউএনও আমিনুল ইসলাম আমাদেরকে পানিবন্দি জীবন দশা থেকে মুক্ত করলেন। আমরা দায়িত্বশীলদের কাছে কৃতজ্ঞ ও পানিবন্দির স্থায়ী সমাধান চাই ।

ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার জানায়, পানিবন্দি মানুষকে বাঁচাতে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, খুব দ্রুত জনজীবন স্বাভাবিক হবে। এখানে ড্রেন নির্মাণের কাজও শুরু হবে তাড়াতাড়ি।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, বর্তমানে প্রায় সারাদেশ পানিবন্দি । তবুও সরকারিভাবে আমরা উপজেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর সর্বাধিক চেষ্টা অব্যাহত রাখছি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।