অন্যান্য

সাংবাদিক খলিলুর রহমান খলিলের লেখা কবিতা “আমি পরাজয়ী”

  বঙ্গ ডেস্কঃ 28 December 2020 , 2:46:07 প্রিন্ট সংস্করণ

খলিল kholil

আমি পরাজয়ী

 

আমি পরাজয়ী -হ্যাঁ আমি পরাজয়ী,

তোমার জয় দেখতে-দেখতে  আমি পরাজয়ী।

 

বলেছিলে কিছু হয়ে গেলে কেঁদো না তুমি ,

আমি ভুলে যাইনি,

 সত্যিই আমি কাদিনি আজও ,

পরাজয় শিকলে বেঁধে গেছো এ মন,

সত্যিই আমি পরাজয়ী।।

তোমার মনে পড়ে সুচিত্রা !

 এইতো সেদিন খোলা আকাশের নিচে

 বুকে মাথা রেখে বলেছিলে

শত কষ্টের মাঝেও যাবে না ছেড়ে ,

সুখে হবে সুখি-অসুখে দুখী

কত কথাই না বলেছিলে,

আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার পানে,

 তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম ধুর পাগলী

কার এত সাধ্য !

কে নেবে কেড়ে !!

তুমি ঠিকই হারিয়ে গেলে,

জয়ী হলো উচ্চ বিলাসিত শতধন,

পরাজিত হয়েও ভালো আছি আমি,

ভাল আছে আমার পরাজয়ী মন।।

আরও খবর

Sponsered content