তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 7 November 2020 , 11:09:53 প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করে উক্ত অনুষ্ঠানে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
এতে সঞ্চালনা করেন কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা সমবায় অফিসার শারমিন আক্তার, ভাইস চেয়ারম্যান বায়জীদ বোস্তামী , সাবিনা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন তারাগঞ্জ বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান, আর ডি কঞ্জুমার্স সমিতির সভাপতি বিপ্লব হোসেন অপু, ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমান, সহ উপজেলার সকল সমবায়ী প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন।