তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 10 November 2020 , 6:15:06 প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে কমিউনিটি পর্যায়ের সদস্যদের স্থানীয় দায়বদ্ধতা ও দক্ষতা বৃদ্ধির সহায়ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০নভেম্বর) ২ দিন ব্যাপি উপজেলার কৃষি অফিস হলরুমে ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি ও ইয়ুথ দলের ২৫ জন সদস্য ওই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এতে জেন্ডার, জেন্ডার ভূমিকা, সামাজিকিকরণ প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহের কুফল প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদিন, এস আই মিজানুর রহমান, পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক। এসময় প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার লাজিনা আক্তার।