সারাদেশ

তারাগঞ্জে  শিশু ধর্ষণ মামলায় ইমাম গ্রেপ্তার

  বঙ্গ ডেস্ক: 5 November 2020 , 3:06:09 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমাম আতিকুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম আতিকুর রহমান উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড় জুম্মাপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মসজিদের বারান্দায় আরবি শিখতে যায় শিশুটি। ইমাম আতিকুর খাবারের প্রলোভন দেখিয়ে তার বিশ্রাম ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। বুধবার দিবাগত রাত ১০ টায় পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনা স্থল তদন্ত করেছি। ওই ঘটনায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত ইমাম আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আরও খবর

Sponsered content