পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 12 November 2020 , 6:25:20 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহনে সক্ষমতা
অর্জনের জন্য তাদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। ১১ অক্টোবর সকালে
উপজেলার বকসী বাজারস্থ ইসলামিক রিলিফ বাংলাদেশ ফিল্ড অফিসের এসব সহায়ক উপকরণ
তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান।
টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল পাথওয়েস ফর ডিজাবিলিটি ইনক্লুসিভ
গ্রাজুয়েশন আউট অফ পোভার্টি প্রকল্পের আওতায় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাশ-
হিউম্যানিটি এন্ড ইনক্লুশন বাংলাদেশ এর আয়োজনে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল
চেয়ার, স্পেশাল চিটিং চেয়ার, সাদা ছড়ি, চশমা বিতরণ করা হয়। এসময় বক্তব্য দেন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা
এনামুল হক, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল, ইসলামিক রিলিফ
বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মনজুরুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাশ এর
রিহাবিলিটেশন অফিসার সালমা আকতার, সহকারি প্রকল্প কর্মকর্তা বাবুল খন্দকার,
জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি খাদিজা পারভীন প্রমুখ।