আকাশ রহমান, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ 4 November 2020 , 6:20:39 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১১নারী ও
১৩ পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩নভেম্বর) গভীর রাতে
পৌর শহরের জামুবাড়ি পকিহানা মহল্লার জনৈক ওবায়দুল হকের বাড়িতে
ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় বাড়ির মালিকসহ ২৪জনের নামে মামলা হয়েছে। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গেছে, পৌরশহরের জামুবাড়ি পকিহানা মহল্লার মৃত আজির উদ্দিনের ছেলে ওবায়দুল হক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে সুন্দরী নারী নিয়ে এসে দেহ ব্যবসা করাতেন।
ঘটনার দিন মঙ্গলবার রাতে বিভিন্ন জেলা হতে ১১জন নারী নিয়ে এসে দেহ ব্যবসা করার সময় মহল্লার লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ১১নারী ও ১৩জন খদ্দের পুরুষসহ বাড়ির মালিককে আটক করে
থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ওসি আরিফ আলি জানান, আটককৃতদের নামে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।