রংপুর প্রতিনিধিঃ 10 November 2020 , 4:56:09 প্রিন্ট সংস্করণ
রংপুর মহানগরীর অসহায়দের মাঝে চক্ষু সেবা দিলেন মক্কা চক্ষু হাসপাতাল।
আল বাশারী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় রংপুর ধাপে অবস্থিত মক্কা চক্ষু হাসপাতালের উদ্যোগে রংপুর ব্যাপি প্রগ্রাম ভিত্তিক অসহায় চোখে ছানি পড়া মানুষের মাঝে চক্ষু সেবার উদ্যোগ নেয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ০৯ টা হতে দুপুর ০১ টা পর্যন্ত ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে প্রায় ৫০০ জন ছানি পড়া রোগীর মাঝে ফ্রীতে ছানি চক্ষু সেবা প্রদান করা হয়।
চক্ষু সেবা প্রোগ্রাম পরিচালনা করেন ক্যাম্প অর্গানাইজার মাসুদুল আলম, ডাঃ আরাফাত জামান, ডাঃ এ্যাসিসটেন্ট আকতার হোসেন,
ওপিডি এ্যাসিসটেন্ট এরশাদুল হক, হারুনুর রশীদ।
স্থানীয় সার্বিক সহযোগীতায় ছিলেন রসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ,
হীডের নির্বাহী পরিচালক শরফুদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল
বারী, ক্যাশিয়ার ওকিল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রোগ্রাম ম্যানেজার সাব্বির, সদস্য ভোলা, ইসলাম, রুবেল, মাহবুব প্রমূখ।
এ সময় কাউন্সিলর হারুন বলেন, আমার এলাকায় ছানি পড়া অসহায় অনেক মানুষ রয়েছে তাদের সুবিধার জন্য অন দ্যা রিকুয়েষ্টে আজকের এই উদ্যোগ, আজকে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা
নিয়েছে। আগামীতে আবারো চক্ষু সেবার উদ্যোগ নেয়া হবে।
ক্যাম্প অর্গানাইজার মাসুদ বলেন, ছানি পড়া রোগীদের ডাক্তারের মাধ্যমে দেখানো, পরিক্ষা-নিরিক্ষা, ল্যান্সসহ ছানি অপারেশন ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিনামূল্যে প্রায় ৫০০ জনের মাঝে দেয়া হয়।
আমাদের এ কার্যক্রম পুরো রংপুর ব্যাপি চলবে।