মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 10 November 2020 , 5:06:02 প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় এবারে ধানের ভালো ফলন হয়েছে তাই এ সময়টায় কৃষকদের
হাট বাজারের প্রধান সওদা ডালি কুলা আর চাইলন।
রংপুরের এ উপজেলার ৯৫ ভাগ মানুষ কৃষিজীবী তাই যে যেভাবে পারছে সামনের ধান কাটা-মাড়াইয়ের প্রস্তুতি নিতে হাট
বাজারে ভীর করছেন গ্রাম বাংলার কৃষাণীদের প্রয়োজনীয় ডালি কুলা চাইলন কিনতে। উপজেলার তকিপল বাজারে কুলা
নিতে আসা পূর্ব চান্দ ঘাট গ্রামের নুরুজ্জামান জানান ধানা কাটা মাড়াই শুরু হয়েছে তাই কৃষাণীদের অত্যন্ত জরুরী জিনিষ হাটে এসেই প্রথমে কিনতে হয়।
তারপর অন্য কিছু। ডালি কুলা আর চাইলন কিনে হাটের পাশে বসে থাকা চর পাঞ্জর
ভাঙ্গা এলাকার আনোয়ার হোসেন জানান বাড়ীর বউ-ঝি রা কাটামাড়ির কাম করবে তাই ওদের খুশি করতেই আগাম কেনা
তবে খুব বেশী আগামও হয় নাই কারন ৮/১০ দিন গেলেই ধানের গোড়াৎ কাইচাও (কাসতে) নাগামো, তিনি জানান গত
বোরো মৌসুমে সরকার ২৬ টাকা কেজি দরে ধান কিনলেও হামার গুলার ধানের দাম এবার বেশী ।
ধানের দাম ভালো তাই হামার মনোৎ আনন্দ হইছে তিনি জানান বাজাজে এলা ধানের মন
৯’শ থেকে ৯৫০ টাকা। এইদ্যান দাম থাকরে এবার আর ধানোৎ হামার নস(লস) হবার নয়। ডালি,কুলা ও চাইলন বিক্রেতা আঃ
রশিদ জানান বাঁশের দাম কম তাই এবারে বাঁশের তৈরী কৃষি পণ্যেরও দাম কম কিন্ত চাহিদা বেশী তবে কারিগর না থাকায়
আমরা কৃষি পণ্য বাজারের চাহিদা মত দিতে পারছিনা।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান এ উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৫’শ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮ হাজার ৮’শ ৭৫ মেট্রিক টন।
আবহাওয়া অনুকুল থাকায় এবারে আমন ধানের ভালো ফলন হয়েছে, জানান
বাজারে ধানের চাহিদাও ভালো তাই এবারে কৃষকরা ধানে লাভবান হবেন।