খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 18 December 2021 , 10:55:41 প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের সয়দাবাদ স্কুল মাঠ প্রাঙ্গণে আল এমদাদ ফাউন্ডেশন এর উদ্যোগে সদর উপজেলার দুইশত মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার দিনব্যাপী হাম-নাত, কেরাত, গজল সহ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল এমদাদ ফাউন্ডেশনের সমন্নয়ক হযরত মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম। এসময় তিনি ছাত্রদের কে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুরোধ জানান । মাদকমুক্ত যুব সমাজ গড়তে হলে নিয়মিত ইসলামিক চর্চা চালিয়ে যেতে হবে। যুবসমাজকে ইসলাম ধর্মীয় আচার শিখাতে পারলে যুবসমাজ অন্যায় অপরাধ থেকেও মুক্ত থাকবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ধমীয় শিক্ষার প্রতি আরও আগ্রহ বাড়াতে হবে l
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, হযরত মাওলানা মোঃ ইসমাইল হোসেন প্রমুখ l
পরবর্তীতে অত্র অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।