সিরাজগঞ্জে সোস্যাল এইড বাংলাদেশের পক্ষ থেকে ৫শ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ সকালে ফান্সের দাতা সংস্থা লাইফের অর্থায়নে সরকারি বিএল স্কুল মাঠে ৫শ পরিবারে মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন, পি ডাব্লিউ ডি’এর নির্বাহী পরিচালক হোসনে আরা জলী, এক্স বি এল ইয়ান সিনিয়র সহ সভাপতি জহুল হক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির রেজা নূর দিপু, সোস্যাল এইডের সভাপতি প্রসূন বড়ুয়া, সাধারণ সম্পাদক আজিম, উপদেষ্টা মোহাম্মদ আলী সোহেল, নির্বাহী পরিচালক বাবুল আক্তার রিজভী, লাইফের কো- অর্ডিনেটর ইসহাক এম সোহেল, গ্রামীণ ফ্রেন্ডসের সিওও এস এম আব্দুস সালাম সহ আরো অনেকেই।প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি তেল , ২ কেজি ডাল, ২ কেজি আটা দেওয়া হয়।খাদ্যসামগ্রী পেয়ে দুস্থ পরিবারের মানুষগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন এবং যারা তাদের এই দুঃসময়ে পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।