সারাদেশ

সেতাবগঞ্জ চিনিকলে ব্যাপক আখ চাষের লক্ষ্যে ফটক সভা অনুষ্ঠিত

  রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধিঃ 27 August 2020 , 9:33:41 প্রিন্ট সংস্করণ

সেতাবগঞ্জ চিনিকলে ব্যাপক আখ চাষের লক্ষ্যে ফটক সভা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন কতৃক আয়োজিত ২০২০-২০২১ আগামী লক্ষ্যমাত্রার ৫০০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যে আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সেতাবগঞ্জ চিনিকলে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান।

এসময় বক্তব্য রাখেন অত্র চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেন, অর্থ ব্যবস্থাপক,সেতাবগঞ্জ চিনিকলের আখচাষী ইউনিয়নের সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভিন্ন শ্রমিকরা। উন্মুক্ত আলোচনায় শ্রমিক নেতারা তাদের বক্তব্য রাখেন। “এই করেনার প্রাদুর্ভাবের মধ্যেও আখ চাষ বন্ধ করা যাবে না। নিজে এবং পরিবার ও আত্মীয়দেরও আখ চাষে উদ্বুদ্ধ করতে হবে। ” শ্রমিকরা আরও বলেন “পঞ্চগড় চিনিকল তাদের শ্রমিকদের ২ লক্ষ টাকা করে ঋন দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমাদেরও ঋনের ব্যবস্থা করতে হবে।”

এছারাও শ্রমিকরা উক্ত আলোচনা সভায় আখ চাষের লক্ষ্যমাত্রা পূরনের জন্য পরিকল্পনা বাস্তবায়নে চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক, অর্থ ব্যবস্থাপক ও ইউনিয়নের উচ্চ পদস্থদের নিয়ে উদ্বুদ্ধকরণে সাহায্য করবে বলে মনে করেন। তারা শুধু শ্রমিকদের নয়, অন্য বিত্তবানদেরও এই আখ চাষে এগিয়ে আসারং আহ্বান জানান। তাহলেই এই লক্ষ্যমাত্রা প্রায় পূরন করা সম্ভব বলে তাদের দাবি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।