মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 9 September 2020 , 10:06:07 প্রিন্ট সংস্করণ
নীলফামারী সদর উপজেলায় সমাজসেবা কার্যালয়ে প্রতিনিয়ত শতাধিক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানাজায়।
সেই অভিযোগের ভিত্তিতে ( ৯ সেপ্টেম্বর) বুধবার সরজমিনে সমাজ সেবা কার্যলে গেলে অভিযোগের প্রমান মেলে,ভুক্তভোগীরা যানায় প্রতিবন্ধী কার্ডের আবেদন করার ৬ মাস ও তাদের কার্ড দেয়া হয়না,এবং প্রতি সপ্তাহের বুধবার দিবে বলে আসতে বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম রাব্বী।
আবেদন কারী প্রতিবন্ধী ব্যক্তিরা কার্ড নিতে গেলে তাদের বলেন, সামনের বুধবার আবার আসেন, ভূক্তভোগীরা বলেন আমরা গরীব প্রতিবন্ধী মানুষ প্রতি সপ্তাহে এভাবে আসতে গেলে যাতায়েত ভাড়া সহ জোটেনা তাদের।
এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সমাজ সেবা কর্মকর্তা গোলাম রাব্বী।