সারাদেশ

সৈয়দপুরে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত

  সৈয়দপুর,নীলফামারী প্রতিনিধিঃ 25 August 2020 , 6:44:32 প্রিন্ট সংস্করণ

সৈয়দপুরে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় চলতি রবি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানিয়েছে।

সৈয়দপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন যথাক্রমে কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, খাতা মধুপুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের মধ্যে চলতি রবি মৌসুমে ৮ হাজার ২৭৫ হেক্টর জমিতে আমন রোপা চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা হয়। এর মধ্যে আমন রোপা চাষ অর্জিত হয়েছে ৮ হাজার ২১০ হেক্টর।

উৎপাদিত আমন ফসল হেক্টর প্রতি ৫ মেট্রিক টন হিসেবে গড়ে ৩৫ হাজার মেট্রিক টন আমন ধান কৃষকেরা ঘরে তুলতে পারবে।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, আমন ফসল
যদি কোন বালাই বা প্রাকৃতিক দূর্যোগের
কবলে আক্রান্ত না হয় তা হলে আশাতীত উৎপাদন হবে এবং ফসল গোলাজাতের পরেও অতিরিক্ত ধান বাজারজাত করে আর্থিক লাভবান হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content