সারাদেশ

সৈয়দপুরে করোনা রোগী ৮০, মৃতের সংখ্যা ৩

  বঙ্গ ডেস্ক 21 July 2020 , 9:07:52 প্রিন্ট সংস্করণ

সৈয়দপুরে করোনা রোগী ৮০, মৃতের সংখ্যা ৩

নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সময় থেকে আজ অবধি মোট মৃতের সংখ্যা ৩ জন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরমান হোসেন রনি জানান উপজেলায় গত মাচ মার্স খেকে করোনায় আক্রান্তের টিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।পত সোমবাব (২০ জুলাই) পর্যন্ত করোনা রোগীর নংখ্যা ৮০ জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন, হোম আইসোলেশনে আছে ৩ জন, সুস্থ্য ৬৬ জন.মৃতের সংখ্যা ৩জন।

প্রতিদিন রোগী পরীক্ষা করা হচ্ছে ৬ থেকে ১০ জন। এপর্যন্ত মোট ৫৬৪ জন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সৈয়দপুরে সরকারী বেসরকারী,এনজিওসহ বিভিন্ন সংগঠন প্রচার প্রচারণা চালালেও সাধারণেরা নিয়মনীতি তোয়াক্কা না করে হাট বাজার ও শহরে অবাধ বিচরণ করছে। অনেকের মুখে মাক্স ব্যবহার করতে দেখা যায় না।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।