সারাদেশ

সৈয়দপুরে নদীর পানিতে তলিয়ে এক ব্যাক্তি নিখোঁজ

  বঙ্গ ডেস্ক 8 August 2020 , 5:57:11 প্রিন্ট সংস্করণ

সৈয়দপুরে নদীর পানিতে তলিয়ে এক ব্যাক্তি নিখোঁজ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলি নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে একরামুল হক (২৫) নামের এক ব্যাক্তি নিখেঁাজ হয়েছে। গত শুক্রবার সকালে কামারপুকুর ইউনিয়নের উত্তর অসুর খাই কাচারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে নিখোঁজ ব্যাক্তির এ পর্যন্ত খোঁজ পাত্তয়া যায় নি। তাকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামরুজ্জামান সুমনের নেতৃত্বে ডুবুরী দল কাজ করছিলেন।

তলিয়ে যাওয়া একরামুল হককে উদ্ধারের জন্য এলাকাবাসী চেষ্টা করে না পেয়ে পরে সৈয়দপুর ফায়ার সাভিস অফিসে সংবাদ দিলে পরে রংপুর থেকে দুই ডুবুরীদল আসে। ওইদিন বিকেল পর্য়ন্ত অভিয়ান চালানোর পর তার কোন খেঁাজ মেলেনি।

ত্তই ইউনিয়নের মেম্বার মো: আনসারুল হক বলেন ওই ব্যাক্তি নিখোঁজ এর পর পরেই ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে তৎক্ষনাত তারা আসে এবং নদীতে সন্ধান চালায় এ সময় নদীর পারে শত শত নারী পুরুষ ভীর জমায় । স্রোতের টানে তলিয়ে যাত্তয়া একরামুল হকের এ পর্যন্ত কোন খোঁজ পাত্তয়া যায়নি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।