বঙ্গ ডেস্ক 17 August 2020 , 1:34:16 প্রিন্ট সংস্করণ
নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী যুব লীগ উপজেলা শাখার আহবায়ক সাবেক ছাত্র নেতা দিলনেওয়াজ খাঁনের সংবাদ সন্মেলন মুর্ত্যুজা মিলনায়তনে গত
রোববার (১৬ আগষ্ট) অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে দিলনেওয়াজ খাঁন লিখিত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন আমার ও আমার পিতার বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ,কেন্দ্রীয় কমিটির নিকট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পত্রিকায় মিথ্যা বানোয়াট.উদ্দেশ্য প্রণোদিত সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা এবং মানহানিকর বক্তব্য প্রদান করেছে
আমি এসব এ সংবাদ সন্মেলনে প্রতিবাদ করছি।
তিনি বলেন আমার পিতা মৃত নাঈম খান। আমাকে সকলে জানেন ও চেনেন। আমি একজন ব্যবসায়ী। এর পাশাপাশি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সময়ে সাধ্যমত জনসেবা করে আসছি। অথচ আওয়ামী পরিবারের কিছু স্বার্থান্বেষী নেকাকর্মী প্রতিনিয়ক আমাকে রজাকারের সন্তান আখ্যায়িতসহ আমার পিতার নামে সৈয়দপুরে হত্যা ধর্ষণ খুন ও অগ্নি সংযোগের মিথ্যা অভিযোগ করে স্বার্থ্য হাসিলের জন্য মরিয়া হয়ে উঠছে। আমার বাবার নাম রাজাকারের তালিকায় নেই। আমার নামে
দখলবাজ,চাঁদাবাজ,টেনন্ডারবাজ মাদক ব্যবসায়ের মিথ্যা অপবাদ দিচ্ছে।
আমি তার মিথ্যা বক্তব্যের প্রতিবাদ করছি। আমি উুর্দুভাষী। নির্বাচন আসলে আওয়ামী লীগের একটি দল অন্যকে বিজিত করার জন্য বিহারী বাংগালী সুর তুলে বিভেদ সৃষ্টি করে। এই যদি করা হয় আগামী নির্বাচনে কি হবে তা বলা যাচ্ছে না। এছাড়া সস্মেলনে বক্তব্য বলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন.আওয়ামী লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক.সাবেক ছাত্রনেতা জোবায়দুর রহমান শাহিন প্রমূখ।