মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 27 August 2020 , 9:56:42 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শিশু ধর্ষনে সহায়তাকারী মনি আশরাফিকে(৩০) গ্রেফতার করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২। সে সৈয়দপুর উপজেলার পুরাতন মুন্সিপাড়ার মো. নওশাদ আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার(২৭ আগষ্ট ২০২০) দুপুরে র্যাব -১৩ নীলফামারী এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আ,ন,ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২ আগষ্ট দুপুর ১২ টার দিকে উপজেলার পৌরসভাধীন মুন্সি পাড়ায় নিশি(৭) নামে এক শিশু ধর্ষনের শিকার হয়। ওই ধর্ষনের সহায়তা করে মনি আশরাফি নামের ওই নারী। এ ব্যাপারে, নিশির মা আসমা বেগম(২৫) দুইজনকে আসামী করে গত ১৯ আগষ্ট সৈয়দপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মুল আসামী আত্মগোপনে চলে যায়। ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই মামলার প্রেক্ষিতে গতকাল বুধবার(২৬ আগষ্ট) রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন মাস্টার পাড়ায় অভিযান চালিয়ে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ মনি আশরাফিকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আজ বৃহম্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।