ওয়াহেদ সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ 23 September 2020 , 9:21:29 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা সীমানা সংলগ্ন সর্ব মংলায় গত কয়েক মাসের বৃষ্টিতে ও গত দু-দিনের প্রবল বর্ষনে শতাধিক বাড়ি প্লাবিত হয়ে পড়েছে।
সৈয়দপুর পৌর সভার পূর্ব সীমানা সংলগ্ন সর্ব মংলায় বঙ্গবন্ধু সড়ক থেকে উত্তর দিকে ধলাগাছ এলাকার চান্দের ডিঙ্গা পর্যন্ত প্রায় শতাধিক বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। আবার কোন কোন বাড়ি প্রায় ছয় মাস ধরে পানি উঠে বসবাস অযোগ্য হয়ে পরেছে। এছাড়াও গত দু-দিনের প্রবল বর্ষনে বেশ কয়েকটি মৎস খামার পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়াও একটি কিন্টার গার্ডেন বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। এলাকার প্লাবিত বাড়ির মালিকদের মধ্যে আজিজার রহমান, নবী হোসেন, মৃতঃ ছালাউদ্দিনরে পরিবার, জসিম উদ্দিন, ফাইটার, ছারুল, আজিজুল ইসলাম, মজিয়া বেগম, আঃ হামিদ, মোকবুল হোসেন সহ প্রায় শতাধিক পরিবারের বাড়িতে পানি ঢুকে পড়েছে। এবং অনেকের বাড়িতে কোমড় পর্যন্ত পানি হওয়ায় ঘর বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রী যাপন করছে। নিস্কাষণ ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন হতে লোকজন মারাত্বক সমস্যার মধ্যে রয়েছে।
সর্ব মংলায় পৌর সভা এবং কামারপুকুর ইউনিয়নের মধ্যবর্তী সীমানায় ১৯৪০ সালের রেকর্ডে ৬ ফিট জায়গা ফাকা রয়েছে। এই ফাকা জায়গায় যদি পানি নিস্কাষণের জন্য ড্রেনের ব্যবস্থা করা হত তাহলে এলাকার মানুষের এই দূর্দষা হত না। ভুক্তভুগীদের মধ্যে অনেকে বলেন কেহ জায়গা ছেড়ে দেয়নি। এবং পানি নিস্কাষণের কোন ব্যবস্থা রাখেনি। ফলে শতাধিক বাড়ি পানিতে প্লাবিত হয়ে পড়েছে। আমাদের এ অবস্থা দর্ষনে এ পর্যন্ত উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন এমনকি কামারপুকুর ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত নজর দেননি। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবণ যাপন করছি। উল্লেখ্য এলাকাটি দীর্ঘদিন থেকে জলমগ্ন থাকায় বছর খানেক ধরে প্রায় ২শ একর জমিতে কোন ফসল হচ্ছে না। আগাছা এবং কচুরি পানায় ডুবে থাকায় প্রায় শতাধিক কৃষক বিপুল পরিমান ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে এলাকার কৃষক মোসলেম উদ্দিন বলেন আউশ, আমন, বোর মৌসুমেও কোন আবাদ করতে পারছি না। আমরা দারুন ভাবে ক্ষতিগ্রস্থ। এলাকাবাসী এ সমস্য থেকে উত্তরনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।