সারাদেশ

সৈয়দপুরে ১৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার

  ওয়াহেদ সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: 21 August 2020 , 9:58:43 প্রিন্ট সংস্করণ

সৈয়দপুরে ১৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে ১৮৭ বোতল
ফেনসিডিল সহ চালক আমিনুর রহমান সাগর (২৫) কে আটক করেছে। সাগর
দিনাজপুরের খানপুর খুদিহার এলাকার ইয়াকুব আলীর ছেলে। গত বৃহ:পতিবার
রাতে (২০ আগষ্ট) বঙ্গবন্ধু সড়ক থেকে এস. আই লক্ষি নারায়ণ তাকে আটক
করেন। ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৩-১৩৩৯) দশমাইল থেকে টাঙ্গাইল
যাচ্ছিল। পুলিশ ট্রাকের তল্লাশি চালিয়ে চালকের ছিটের নিচ থেকে ১৮৭
বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ
আবুল হাসনাত খান বলেন, আটক ট্রাক চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইন এ মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।