সারাদেশ

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে বিভিন্ন ফলের চারা ও সব্জির বীজ বিতরণ

  ওয়াহেদ সরকার 18 August 2020 , 4:30:48 প্রিন্ট সংস্করণ

সৈয়দপুর উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে বিভিন্ন ফলের চারা ও সব্জির বীজ বিতরণ

নীলফামারী সৈয়দপুর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ফলের চারা ও বিভিন্ন রবি মৌসুমের সব্জির বীজ আজ মঙ্গলবার (১৮/০৮/২০২০), উপজেলা চত্ত্বর হতে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষিবিদ শাহিনা বেগম জানান, সরকারী ভাবে বিভিন্ন ফলের চারার মধ্যে আম, লিচু, পেয়ারা, মাল্টা লেবু ও পেঁপেসহ ২ হাজার ৫ শত চারা ও ৪১০ গ্রাম করে ১ শত জনকে ১টি লেবুর চারাসহ প্রায় ১ হাজার জনকে বিতরণ করা হয়েছে।

এছাড়া এদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে বিতরণ করা হয়েছে। সব্জির মধ্যে শিম, লাউ, পালং শাক, নাপা শাক, মুলা শাক, লাল শাক, ধনিয়া শাকের বীজ বিতরণ করা হয়েছে। তিনি বলেন বৃষ্টি কমে গেলে সব্জি চাষে কৃষকরা ভূমিকা রাখতে পারবে।

চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ শাহিনা বেগমসহ এবং বিভিন্ন সামাজিক সংগঠন নেত্রিবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।