মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 8 September 2020 , 3:21:34 প্রিন্ট সংস্করণ
০৭সেপ্টেম্বর সৈয়দপুরে রাত ১২:২০ এর সময় একটি পিকআপে হঠাৎ আগুন।
শহীদ তুলসিরাম সড়ক (দিনাজপুর সড়ক) গ্রীন লাইফের হাসপাতালের সামনে একঝটি পিক আপে হঠাৎ আগুন লাগে।যা সম্পূর্ন রুপে ক্ষতিগ্রস্হ হয়। গাড়িটির নম্বর রংপুর ব ১১০১৭১.
গাড়িটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে নিচে পার্কিং করা ছিল। পাশে একটি খড়ির গোডাউন ছিল।ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনার ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায়। সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়াড কাউন্সিলর মোঃ এরশাদ হোসেন পাপ্পু ঘটনাস্হলে উপস্হিত হন। উনি জানান, এই গাড়িটি বেশ কিছুদিন যাবৎ এখানে পার্কিং করা আছে। কি কারনে আগুন লেগেছে তা তাৎক্ষনিক ভাবে জানা যায় নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে না আনতে পারলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও গোডাউনের কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
দ্রুত বিদ্যুৎ বিভাগের লোক ও পুলিশও চলে আসে। দ্রুত ঘটনাস্হলে এসে আগুন নিয়ন্ত্রন আনার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাই।
ফায়ারসার্ভিস এর তদন্ত কারী কর্মকর্তা জানান, –
বিষয়টি পর্যবেক্ষন করে জানানো হবে।