মোহাম্মদ মাইদুল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: 15 September 2020 , 7:14:02 প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় এবং মাস্ক না থাকায় জরিমানা করেছে হাতীবান্ধা উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার, দিঘীরহাট বাজারে কাচামাল ব্যবসায়ি মোবারক হোসেন (৫০) নামে এক বিক্রেতা পেঁয়াজের অতিরিক্ত মূল্য বিক্রি করায় এবং তার মাক্স না থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই বিক্রেতা দিঘীরহাট বাজারে ৫০ টাকায় ১ কেজির পিঁয়াজ ১০০ টাকায় করে বিক্রি করছিল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, পিঁয়াজ সর্বোচ্চ ৫০ টাকা কেজি বিক্রি করতে পারবে, সকল কাঁচামাল দ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে, এবং সকল ব্যবসায়ীদের মাক্স থাকতে হবে।