মোহাম্মদ মাইদুল ইসলাম ,হাতীবান্ধা প্রতিনিধিঃ 17 September 2020 , 9:48:54 প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধায় আগামী ২০ অক্টোবর ২০২০ তারিখে উপজেলার গড্ডিমারী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামিলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি জনাব আব্বাছ আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান সোহাগ, শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্ট সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ এর বিভিন্ন নেতা কর্মীরা।
উক্ত সভায় উপ নির্বাচন কে ঘিরে নানা ধরনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় গড্ডিমারী ইউনিয়নে জনাব আবু বক্কর সিদ্দিক শ্যামল ও পাটিকাপাড়ায় জনাব মজিবুল আলম সাদাত কে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি জনাব লিয়াকত হোসেন বাচ্চু বলেন আগামী ২০ অক্টোবর উপ – নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের হয়ে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে, উক্ত নির্বাচনে যাতে কোন অনিয়ম বা দুর্নীতি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।