মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 1 December 2020 , 6:48:26 প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর সভার ঠাকুরদাস (বাংলা বাজার) এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস আর নেই। তিনি
সোমবার দুপুরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি —-রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
গত মঙ্গলবার বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ
আরা বেগম এর এর নেতৃত্বে রাষ্ট্রিয় সালাম জানানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাজেদ আলী বাবুল, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, হারাগাছ মেট্র থানা অফিসার ইনচার্জ সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা কমান্ড,শিক্ষক সুধিসহ শতশত মানুষ অংশগ্রহন করে।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা,বন্ধু বান্ধবসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী গভীর শোক প্রকাশ করছেন।