মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধী 10 September 2020 , 6:38:56 প্রিন্ট সংস্করণ
শিশুদের প্রতি অনাদর করোনার চেয়ে ভয়ংকর” এই পতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী Covid-19 তত্তাবধানকারী দলের প্রচারনা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সহযোগীতায় নীলফামারী Covid-19 তত্তবাধাবনকারী একটি দল গঠন হয়।
সাধারানত এই দলের কাজ হলো,নীলফামারী জেলার করোনা রুগীকে সঠিক চিকিৎসার প্রদানে সাহায্য করা এবং সাধারন মানুষদের করোনা ভাইরাসের করণীয় মূলক প্রচারনা করা। তার পরিপেক্ষিতে(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার বড়বাজার এলাকায়। “শিশুদের প্রতি অনাদর করোনার মতোই ভয়ংকর! “সহিংসতা বন্ধ করি” শিশুদের যত্নে গড়ি”” এই সকল স্লোগান কে সামনে রেখে করোনার কালে যাতে করে শিশুরা সহিংসতার সিকার না হয় সে জন্যে প্রচারনা চালায় নীলফামারী Covid-19 তত্তাবধানকারী দল।