বঙ্গ ডেস্ক 19 August 2020 , 6:47:56 প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ে ১১ মামলার পলাতক আসামি ‘কুখ্যাত’ ডাকাত সুলতান ওরফে রুবেলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী ও এএসআই সুফিয়ানের নেতৃত্বে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলার পলাতক আসামি সুলতানকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তার বিরুদ্ধে ৭টি ডাকাতি ও ৪টি সিদেল চুরি মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাছ আহম্মদ বলেন, ১১ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত সুলতানকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।