সারাদেশ

১৫ই আগষ্ট বাংলাদেশ বিনির্মাণের লালিত স্বপ্নকে হত্যা করা হয়েছে

  বঙ্গ ডেস্ক 15 August 2020 , 5:32:29 প্রিন্ট সংস্করণ

১৫ই আগষ্ট বাংলাদেশ বিনির্মাণের লালিত স্বপ্নকে হত্যা করা হয়েছে

‘১৫ই আগষ্ট শুধু বঙ্গবন্ধকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে বাংলাদেশ বিনির্মাণের লালিত স্বপ্নকে, কেউ যেনো এ স্বপ্ন কেই বাস্তবায়ন করতে না পারে সে জন্য বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছে। ছাড় পায়নি কোলের শিশু রাসেলও। বঙ্গবন্ধু একটা চিন্তা আমাদের মাঝে তুলে দিয়েছেন,কেমন হবে সোনার বাংলা সেই স্বপ্ন আমাদের দেখান তিনি। গৃহহীনদের গৃহ হবে,সচ্ছল হবে দেশের মানুষ এই স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর।’ গতকাল রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ ও জাতীয় শোক দিবসে মাননীয় বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি কথাগুলো বলেন।

এর আগে তিনি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পূরষ্কার প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টর,দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও গরীবদের মাঝে বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম,সম্পাদক আঃ হান্নানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।