সারাদেশ

৩ দিনের টানা বৃষ্টিতে সৈয়দপুরে জন জীবন বিপর্যস্ত

  ওয়াহেদ সরকার , সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 17 September 2020 , 9:35:41 প্রিন্ট সংস্করণ

৩ দিনের টানা বৃষ্টিতে সৈয়দপুরে জন জীবন বিপর্যস্ত

সৈয়দপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বিভিন্ন পেশাজীবীর সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা ব্যহত হয়ে পরেছে । চলতি রবি মৌসুমে কৃষকরা সবজি চাষে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ।

নীলফামারী জেলার সৈয়দপুর, নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার সহ পার্শবর্তী উপজেলা বদরগঞ্জ, তারাগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর, খানসামার বিভিন্ন পেশাজীবী সহ নিম্ন আয়ের মানুষেরা গত ১৫ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন বৃষ্টির ফলে কর্মহীন হয়ে পরায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে ।

পাশাপাশি রবি মৌসুমের সবজি চাষের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছে । অপরদিকে টানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা চলাচল সহ কোথাও কোথাও কাঁচা রাস্তা ভেঙে বিলীন হয়ে গেছে ।

এলাকার খামারিরা গো-খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পরেছে । গো-খাদ্যের মধ্যে খড়ের মুল্য ৮০ টি আটির গড় মূল্য ৭৫০-৮০০ টাকা, প্রতি কেজি গমের ভুষি ৪২-৪৪ টাকা, প্রতি কেজি ছোলার খোসা ৬৫-৭৫ টাকা, প্রতি কেজি ভুট্টার গুড়া ২৪-২৮ টাকায় বিক্রি হচ্ছে । গো-খাদ্যের চরম সঙ্কট সৃষ্টি হওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পরেছে ।

টানা বৃষ্টির ফলে রাস্তায় যান চলাচল ছাড়া সাধারণের চলাচল লক্ষ্য করা যায়নি । আজ (১৭ সেপ্টেম্বর) বেলা ৩ টার পর হতে আকাশ স্বাভাবিক হয়ে আসলে হাটে বাজারে ও শহরে লোকের আনাগোনা সৃষ্টি হয়েছে ।

আরও খবর

Sponsered content