মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, সংবাদদাতা নীলফামারী 15 September 2020 , 4:27:23 প্রিন্ট সংস্করণ
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ১৪ সেপ্টেম্বর সোমবার নীলফামারী জেলার সদর থানাধীন ১১নং সোনারায় ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের চকদুবুলিয়া গ্রামের চকদুবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ (দুইশত) মিটার পূর্ব দিকে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিল (নেশাজাতীয় মাদকদ্রব্য), মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ (এক) টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ ১৮,১০০/- (আঠারো হাজার একশত) টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম (৫১), পিতা-মৃত মমতাজ উদ্দিন, ভান্ডারদহ (পাকের হাট), ইউঃ ০৪নং খামারপাড়া, থানা-খানসামা, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করেন। এলাকাবাসি জানান যে, সে মাদক ব্যবসার সাথে জড়িত।
পরবর্তীতে উক্ত আসামীর নামে নীলফামারী জেলার সদর থানায় মাদক মামলা করে থানায় হস্তান্তর করা হয়।উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।