জাতীয়

৭২ ঘণ্টার মধ্যে সব অবৈধ ক্লিনিক বন্ধের নির্দেশ

  বঙ্গ নিউজ ডেস্ক: 26 May 2022 , 6:48:29 প্রিন্ট সংস্করণ

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৫ মে) অনুষ্ঠিত এক সভায় নেয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের সব সিভিল সার্জনের কাছে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, গতকালের (বুধবার) এক সভায় ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত হয়েছে। যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সের জন্য আবেদন করেনি, সেগুলো অবৈধ।

তিনি আরও বলেন, রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব মনিটরিং টিম থাকবে। ঢাকার বাইরে জেলা সিভিল সার্জনদের নেতৃত্বে এই তদারকি করা হবে।

তিন দিনের মধ্যে যারা অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া সিভিল সার্জনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে- বলেন এই অতিরিক্ত মহাপরিচালক।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।