তাজরুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ 3 December 2020 , 5:59:47 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ’র
সহযোগিতায় উপজেলার সুবিধা বঞ্চিত ১শ মানুষের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য
সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
(৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে পীরগাছা মহিলা কলেজ মাঠে চাল, ডাল, তেল, আলু, লবণ, গুড়া দুধ, মাস্ক ও সাবান বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোত্তালিব মিয়া, ইউএনওর প্রতিনিধি রেজাউল করিম (সিএ), উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি লুৎফর রহমান, পীরগাছা থানার এসআই মোঃ রিয়াজুল ইসলাম, নাগরিক উদ্যোগ’র উধ্বর্তন কর্মসুচী কর্মকর্তা আবু নাছের মাসুদ, উপজেলা এরিয়া অফিসার শ্যামল মোহন্ত, সহকারি এরিয়া অফিসার মোশরেফা মমতাজ, উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মাহবুবার রহমান লাঞ্চু, সাধারন সম্পাদক মোছাঃ কামরুন নাহার শিউলি, পীরগাছা সদর ইউনিয়নের সভাপতি কফিল
উদ্দিন, সাধারন সম্পাদক সেলিনা আক্তার, ইটাকুমারী ইউনিয়ন সভাপতি শ্রী বিমল চন্দ্র
সরকার, কৈকুড়ী ইউনিয়ন সাধারন সম্পাদক মোছাঃ রোজি বেগম, কান্দি ইউনিয়নের
সভাপতি সাহাবুদ্দিন মৃধা ও পীরগাছা নাগরিক উদ্যোগ’র মাঠ সংগঠকবৃন্দ।
মানবিক সহয়তায় প্রতিজনকে ৫০ কেজি চাল, ৩ কেজি মশুর ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবন, ৫ কেজি আলু, ৫০০গ্রাম গুড়া দুধ, ৫টি মাস্ক ও ৬টি সাবান দেয়া হয়।