রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধিঃ 31 August 2020 , 10:27:14 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বোচাগঞ্জে সামাজিক সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব বোচাগঞ্জ – (পুশাব)” এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধু স্মারক কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।
আজ ৩১ আগস্ট সোমবার শোকের শেষদিন হিসেবে বঙ্গবন্ধুর শ্রদ্ধায় মোমবাতি প্রজ্বলন করা হয় এবং সেইসাথে শিক্ষার্থীদের জন্য আয়োজিত বঙ্গবন্ধু স্মারক কুইজ প্রতিযোগিতার ও ভিডিও সাবমিটিং এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পুশাবের সভাপতি সাব্বির মাহমুদ শুভ ।
প্রায় ২০০ জন শিক্ষার্থীর ভার্চুয়াল অংশগ্রহণে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। কুইজ প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের মধ্যে বাছাইকৃত ১০ জনকে মেধাক্রমানূসারে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীদের নাম ঘোষনা করেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আজাদ
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আজাদ, সহ-প্রচার সম্পাদক মাহবুব আলম, বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
এছাড়া আরও উপস্থিত ছিলেন পুশাবের সভাপতি সাব্বির মাহমুদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত আজাদ হৃদয়, প্রচার ও প্রকাশনা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নওরোজ সাদমান চৌধুরী অসীম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রবৃন্দ
উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো সেতাবগঞ্জ নিউজ ২৪ ঘন্টা এবং পুশাব সংগঠন সেতাবগঞ্জ নিউজ ২৪ ঘন্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান সাথে থাকার জন্য