সারাদেশ

বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন 

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 3 September 2020 , 7:44:22 প্রিন্ট সংস্করণ

বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন 

বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় ও নীলফামারী জেলা রোভারের তত্ত্বাবধানে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলাপাড়া, কিছামত ছাতনাই মৌজার তিস্তা নদীর চর এলাকার ০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বন্যার্থ জনসাধারনের মাঝে ত্রান বিতরন করা হয়।

নীলফামারী জেলা রোভারের র্নিবাহী কমিটি খগাখগিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের সহায়তায় বন্যা কবলিত অসহায় বানভাসি ক্ষতিগ্রস্থ্য ১০০টি পরিবারের মাঝে চিড়া ও গুরের প্যাকেট বিতরন করেন। বন্যার্ত জনসাধারণের মাঝে ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন খগাখগিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল, ইসলাম লিটন, নীলফামারী জেলা রোভারের কমিশনার এ.কে.এম মাহাবুবুজামান লিটন, সম্পাদক কাজী এ.এম জাকীউল ইসলাম, সহ-সভাপতি মোঃ হাসিম হায়দার অধ্যক্ষ ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ ডিমলা, সহ-কমিশনা মোঃ শাহিনুল ইসলাম বাবু অধ্যক্ষ ডোমার মহিলা ডিগ্রী কলেজ, যুগ্ম-সম্পাদক খন্দকার সাবরার হোসেন ও আলহাজ্ব করিমুল ইসলাম জেলা রোভার লিডার সহ অন্যান্য স্কাউট লিডার, স্থানীয় জনপ্রতিনিধি গন ও রোভার স্কাউটরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।